
নির্বাচন কমিশন (ইসি) প্রবাসী বাংলাদেশিদের ভোটের জন্য একটি নিরাপদ ও কার্যকর ভোটিং ব্যবস্থা তৈরী করার লক্ষ্যে আগামীকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজনৈতিক দল, গণমাধ্যম, সুশীল সমাজ ও বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময়ে বসছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২৭ এপ্রিল) ইসির জনসংযোগ শাখার পরিচালক শরিফুল আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি নিরাপদ ভোটিং সিস্টেমের সম্ভাব্যতা যাচাই, উন্নয়ন এবং উন্নতকরণের বিষয়ে আলোচনা করতে এ সেমিনারের আয়োজন করেছে ইসি সচিবালয়। আন্তর্জাতিক গণতান্ত্রিক অনুশীলন, নির্বাচনি ব্যবস্থা উন্নয়ন এবং ডিজিটাল নিরাপত্তা কাঠামোয় সংশ্লিষ্টদের অভিজ্ঞতা, মতামত,পরামর্শ দেবেন তারা।
ইসি কর্মকর্তা বলেন, মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে নির্বাচন ভবনের অডিটরিয়ামে এ মতবিনিময় অনুষ্ঠিত হবে। যেখানে রাজনৈতিক দল, গণমাধ্যম সম্পাদক, সুশীল সমাজের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয় শিক্ষকসহ এ সংশ্লিষ্ট দেড়শয়ের বেশি প্রতিনিধি অংশ নেবেন। এ মতবিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনারসহ চার নির্বাচন কমিশনার ও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত থাকবেন।
মতবিনিময় সভায় যে বিষয়ে আলোচনা করা হবে- প্রবাসী ভোটিং প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতকরণ; সিস্টেম ডিজাইন ও কারিগরি সম্ভাব্যতা; যথোপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা নির্ধারণ ও বাস্তবায়ন; প্রবাসী ভোটিং সিস্টেমের আন্তর্জাতিক মান বজায় রাখা এবং আইনি, লজিস্টিক ও কার্যকরী চ্যালেঞ্জগুলো এবং সম্ভাব্য সমাধান।
সভায় বিএনপি ও এনসিপিসহ ২০ টির বেশি রাজনৈতিক দল, গণমাধ্যম, সুশীল সমাজ ও বিশেষজ্ঞরা,বিশ্ববিদ্যালয় শিক্ষকসহ দেড়শোর বেশি প্রতিনিধি এ মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর