
বগুড়ার নন্দীগ্রামে অসুস্থ গরু জবাই করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে একজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার দোহার গ্রামের আব্দুল কুদ্দুস (৬৫) নামের ওই ব্যক্তিকে জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দোহার গ্রামের আব্দুল কুদ্দুসের বাড়িতে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার।
এসময় তাঁর সাথে ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কল্পনা রানী রায় ও ভেটেরিনারি সার্জন মো: রাশেদুল ইসলাম। পরে অসুস্থ গরু জবাইয়ের বিষয়টি নিশ্চিত হওয়ার পর আব্দুল কুদ্দুসকে ৫ হাজার টাকা জরিমানা ও জবাই করা গরুর ৮০ কেজি মাংস জব্দ করা হয়।
এবিষয়ে সহকারী কমিশন (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার বলেন, আব্দুল কুদ্দুস অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির উদ্দেশ্য প্যাকেটজাত করছিলেন। পরে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সেইসাথে জবাই করা পশুর ৮০ কেজি মাংস জব্দ করা হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর