
নড়াইলের লোহাগড়ায় সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে নুরনবী শেখ (২২) নামে এক ধর্ষক কে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ। শনিবার রাতে উপজেলার লাহুড়িয়া রাজাপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নুরনবী শেখ রাজাপুর গ্রামের নূরমিয়া শেখের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত রবিবার সকালে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ে সপ্তম শ্রেণির ছাত্রী বাড়ি থেকে রওনা দিয়ে স্কুল গেটের সামনে পৌঁছালে লাহুড়িয়া রাজাপুর গ্রামের নূর মিয়া শেখের ছেলে নুরনবী তাকে জোরপূর্বক ঝাপটে ধরে মোটরসাইকেলে করে লোহাগড়া পৌরসভার একটি বাড়িতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। বিষয়টি ওই স্কুল ছাত্রী পরিবারের লোকজনের কাছে জানানোর পর বিকালে তার পিতা বাদী হয়ে লোহাগড়া থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। লোহাগড়া থানা পুলিশ রাতেই অভিযান চালিয়ে ধর্ষক নুর নবী শেখ কে লাহুড়িয়া থেকে গ্রেফতার করেছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান সোমবার (২৮ এপ্রিল) বিকালে বলেন, ধর্ষণের ঘটনায় অভিযোগ পাওয়ার পর পরই ধর্ষক নুরনবী শেখ কে গ্রেফতার করা হয়েছে। সোমবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর