
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা থেকে ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত নেতা মো. হারুন মোল্লা হরিরামপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্বে ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার (২৭ এপ্রিল) দিবাগত রাতে হরিরামপুর উপজেলার ইদিয়া এলাকা থেকে ৯০ পিস ইয়াবাসহ হারুন মোল্লাকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। এ সময় আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরদিন সোমবার (২৮ এপ্রিল) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় চারজনকেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এর পর আজ দুপুরে জারি করা সংবাদ বিজ্ঞপ্তিতে হারুন মোল্লাকে সংগঠনের সব ধরনের দায়িত্ব ও পদ থেকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মো. হারুন মোল্লাকে স্বেচ্ছাসেবক দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।’ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জিন্নাহ খান এবং সদস্য সচিব কাজী নাদিম হোসেন যৌথভাবে এ সিদ্ধান্ত কার্যকর করেন।
সঙ্গে সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মীদের হারুন মোল্লার সঙ্গে সাংগঠনিক কোনো ধরনের সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর