
সাভারের শিল্পাঞ্চল আশুলিয়ায় র্যাব-৪ এর অভিযানে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ মাসুদ (৩২) নামে এক যুবককে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪ এর একটি দল আশুলিয়ার জামগড়া ছয়তলা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। অভিযানে নেতৃত্ব দেন র্যাব-৪ এর কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান।
র্যাব জানায়, ওই বাসায় বেশ কয়েকজন সন্ত্রাসী আশ্রয় নিয়েছে—এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে একটি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি, কয়েকটি খালি বিদেশি মদের বোতল, চাপাতিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। অভিযানের সময় মাসুদকে আটক করা সম্ভব হলেও, তার সহযোগী অপরাধীরা পালিয়ে যায়।
র্যাব-৪ এর কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান জানান,
“আটককৃত মাসুদ একটি সন্ত্রাসী চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, চুরি, ছিনতাই, ডাকাতি ও অন্যান্য অপরাধে জড়িত। অভিযান অব্যাহত রয়েছে, পলাতকদের ধরতে অনুসন্ধান চলছে।”
আটক মাসুদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর