
চুয়াডাঙ্গায় ক্ষতিকর রং মিশিয়ে নিম্নমানের ঝালের গুড়া তৈরীর অভিযোগে রজব মশলা মিলে অভিযান চালিয়েছে নিরাপদ খাদ্য অধিদপ্তর। আজ মঙ্গলবার বেলা ১১ টার দিকে শহরের সাত ভাই পুকুর পাড়ে এ অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় প্রতিষ্ঠানের মালিক রজব আলীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে জব্দ করা হয় ঝালের সাথে মেশানো ক্ষতিকর রংসহ বিভিন্ন উপকরণ।
অভিযান সুত্রে জানাগেছে, চুয়াডাঙ্গার রজব মশলা মিল মালিক অনেকদিন যাবৎ নিম্নমানের ঝালের সাথে ক্ষতিকর রংসহ বিভিন্ন উপকরণ তৈরী করে আসছিল। এমন অভিযোগের সুত্র ধরে নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল ও চুয়াডাঙ্গা পৌরসভার স্যানেটারি ইন্সপেক্টর নারগিস জাহানের নেতৃত্বে একটি টিম ওই মিলে অভিযান চালান।
ঝালের সাথে ক্ষতিকর রং ও অন্যান্য উপকরণ দিয়ে ভেজাল ঝালের গুড়া তৈরী করার অভিযোগের সত্যতা মেলে। এরপর জেলা প্রশাসনের সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে রজব মশলা মিল মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আইনে ৩০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া জব্দ করা হয়েছে ৯ বস্তা ঝাল ও ক্ষতিকর রঙসহ বিভিন্ন উপকরণ।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর