
সিরাজগঞ্জের শাহজাদপুরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ন্যায্যমূল্য এবং পুনর্বাসনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন আহাম্মদপুর গ্রামের শতাধিক নারী-পুরুষ।
সোমবার (২৮ এপ্রিল) বিকেলে উপজেলার রূপবাটি ইউনিয়ন পরিষদের সামনে আহাম্মদপুর সড়কে এই কর্মসূচি পালন করেন জমি ও বাড়ির মালিক ভুক্তভোগীরা। মানববন্ধনে বক্তব্য দেন আবু ইউসুফ, সাবেক ইউপি সদস্য আলমগীর হোসেন, মো. কেরামত সরকার, হাজি মোজাম্মেল মোল্লা, আব্দুল আলীম প্রাং, আমেনা খাতুন, হাসিনা খাতুন, নাজমা বেগমসহ অনেকেই।
বক্তারা জানান,
“বংশ পরম্পরায় ৫০০ বছরের পুরোনো এই গ্রামে আমরা বসবাস ও আবাদ করে জীবিকা নির্বাহ করে আসছি। আমাদের জীবনের একমাত্র অবলম্বন এই জমি ও ঘরবাড়ি। সরকার যদি আমাদের জমি নেয়, তাহলে তার প্রকৃত মূল্য ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। না হলে আমরা বাধ্য হয়ে আমরণ অনশন করবো।”
তাঁরা অভিযোগ করে বলেন, জমির ক্ষতিপূরণ নির্ধারণে পুরনো রেকর্ড অনুসরণ করা হলেও বর্তমান বাজারমূল্য তার তুলনায় ১০-১২ গুণ বেশি।
আহাম্মদপুরের পাশের মৌজা শেলাচাপড়ীতে প্রতি শতক জমির মূল্য ধরা হয়েছে প্রায় ১ লাখ ১৫ হাজার টাকা, অথচ আহাম্মদপুরে দেওয়া হচ্ছে মাত্র ৪৫ হাজার টাকা।
ফসলি জমির ক্ষেত্রেও একই বৈষম্য: শেলাচাপড়ীতে ১ লাখ ৭০০ টাকা, অথচ আহাম্মদপুরে ৩৫ হাজার টাকা।
তাঁরা এই বৈষম্যের নিরসন চেয়ে উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান বলেন,
“বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এই অঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রকল্প। এর বাস্তবায়নে সবাইকে সহযোগিতা করতে হবে। জমি মালিকদের দাবি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। কর্তৃপক্ষ প্রয়োজন মনে করলে বিষয়টি পুনর্বিবেচনা করতে পারেন।”
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর