
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউনুস নবী মানিকের বিরুদ্ধে ৫৯ লাখ টাকা আত্মসাৎ, নিয়োগ বাণিজ্য ও নানা অনিয়মের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের প্রতিবাদে বিদ্যালয়ের শিক্ষক অডিটোরিয়ামে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।
রোববার বিকেলে আয়োজিত এই কর্মসূচিতে বক্তারা বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউনুস নবী বিভিন্ন সময় বিদ্যালয়ের নামে ও ব্যক্তিগতভাবে টাকা আদায় করে তা আত্মসাৎ করেছেন। অভিযোগ রয়েছে, সরকারি বরাদ্দের টাকা নিজস্ব অ্যাকাউন্টে জমা রাখা, সার্টিফিকেট জালিয়াতি, নকল সরবরাহ এবং করোনাকালে শিক্ষার্থী সহায়তার টাকা আত্মসাতের মতো গুরুতর অপরাধেও তিনি জড়িত ছিলেন।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ফরাজি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মোহাম্মদ মোক্তার হোসেন, সহকারী শিক্ষক মোহাম্মদ আলী, বিদ্যালয়ের প্রতিনিধি প্রধান শিক্ষক বিধান চন্দ্র দাস এবং দাতা সদস্য কে.বি বশির উল্যা।
বক্তারা বলেন,
“ইউনুস নবী মানিক এর আগেও দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। তিনি নিজেকে রাজনৈতিক প্রভাবশালী ও সাংবাদিক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে কর্তৃত্ব ও ভয়ভীতির পরিবেশ সৃষ্টি করেছেন। শিক্ষাপ্রতিষ্ঠানে এরকম একজন ব্যক্তি থাকা শিক্ষার পরিবেশের জন্য হুমকি।”
তাঁরা প্রধান শিক্ষক ইউনুস নবী মানিকের স্থায়ী বহিষ্কার ও সুষ্ঠু তদন্তের দাবি জানান।
প্রধান শিক্ষকের প্রতিক্রিয়া:
অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক ইউনুস নবী মানিক বলেন,
“এসব অভিযোগ মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। একটি মহল আমাকে সামাজিকভাবে হেয় করার জন্য এসব অপপ্রচার চালাচ্ছে। আমি এসবের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আইনি ব্যবস্থা নেব।”
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর