
খুলনার পাইকগাছায় এক এনজিও কর্মকর্তাকে ছিনতাইকারীরা কুপিয়ে জখম করে তাঁর কাছ থেকে নগদ টাকা ও তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার গদাইপুর ইউনিয়নের বোয়ালিয়া ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তি মাসুদ রানা, তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা আরআরএফ-এর পাইকগাছা শাখার একজন ক্রেডিট অফিসার। তিনি দিনের কিস্তির টাকা সংগ্রহ করে অফিসে ফিরছিলেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মাসুদ রানা বোয়ালিয়া ব্রীজে পৌঁছালে ৭-৮ জন দুর্বৃত্ত তাঁর গতিরোধ করে। এরপর তারা রড, হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি মারধর এবং ছুরি দিয়ে জখম করে তাঁর কাছ থেকে নগদ অর্থ ও তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। স্থানীয়রা আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ঘটনার বিষয়ে আরআরএফ-এর শাখা ব্যবস্থাপক নবীন ধর বলেন,
“এটি অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক ঘটনা। আমরা বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানাচ্ছি এবং থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”
এ ঘটনায় পাইকগাছা থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর