
আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল ১১.০০ ঘটিকার সময় বরগুনা প্রেসক্লাব মিলনায়তন কক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর-আস্থা প্রকল্পের সহযোগিতায়, নাগরিক প্লাটফর্ম ও যুব ফোরামের আয়োজনে, রাজনৈতিক-সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধ ও প্রান্তিক জনগোষ্ঠীর গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা নাগরিক প্লাটফর্মের আহবায়ক চিত্তরঞ্জন শীল। সভায় স্বাগত বক্তব্য ও কর্মসূচির লক্ষ্য-উদ্দেশ্য বর্ণনা করেন জেলা সমন্বয়কারী মোঃ খলিলুর রহমান। সভাটি সঞ্চালনা করেন জেলা নাগরিক প্লাটফর্মের সিনিয়র সদস্য মনির হোসেন কামাল।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ জেড এম সালেহ ফারুক সিনিয়র যুগ্ম আহবায়ক জেলা বিএনপি বরগুনা, সোহেল হাফিজ সভাপতি বরগুনা প্রেসক্লাব, আবু জাফর মো: সালেহ সাধারণ সম্পাদক বরগুনা প্রেসক্লাব, জাকির হোসেন মিরাজ সভাপতি এনজিও ডেভেলপমেন্ট ফোরাম। সভায় অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা সদর উপজেলার ১০টি ইউনিয়ন থেকে ১৭ জন নির্বাচিত জনপ্রতিনিধি, নাগরিক প্লাটফর্মের সদস্য, যুব ফোরামের সদস্য, সাংবাদিকসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
সভায় আগামী নির্বাচনকে সামনে রেখে প্রান্তিক জনগোষ্ঠীসহ অন্যান্য ভোটার যারা এখনো তালিকায় অন্তর্ভুক্ত হতে পারিনি তাদেরকে কিভাবে অন্তর্ভুক্তি করা যায় এবং আগামী নির্বাচন কিভাবে দেখতে চাই এ বিষয়ে যুব ফোরাম ও নাগরিক প্লাটফর্ম তাদের ভাবনা ও মতামত জানতে চায়। তার প্রেক্ষিতে নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তারা মতামত প্রদান করেন এবং যুব ফোরামকে সম্পৃক্ত করে তারা আগামী দিনে কাজ করার অঙ্গীকার করেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর