
নাটোরের সিংড়ায় সেবার মান বৃদ্ধিকরণে পৌরসভায় চলাচলরত মিশুক, রিকশা, ভ্যান ও ইজিবাইক যানবাহনের লাইসেন্স কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর ২টায় পৌরসভা চত্বর এলাকায় এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন।
অনুষ্ঠানে সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌরসভার প্রশাসক মাজহারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আরিফ হোসেন, সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি তদন্ত) রফিকুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল মতিন, নির্বাহী প্রকৌশলী নুরুল ইসলাম, সিংড়া মডেল প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মাদ রবিন খান প্রমুখ।
চলনবিল অধ্যুষিত সিংড়া পৌরসভায় প্রায় তিন হাজার রিকশা, ভ্যান, মিশুক, ইজিবাইক চলাচল করে। যত্রতত্র এসব যানবাহন চলাচলে প্রতিনিয়তই শহরে যানজনের সৃষ্টি হয়। শহর ও গ্রামের যানবাহনকে আলাদা করে যানজট নিরসনে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
প্রথমদিন ৭৯৭ টি যানবাহনকে লাইসেন্স প্রদান করা হয়। এছাড়া চালকদের পরিধান বাধ্যতামূলক করে নির্ধারিত রঙের পোষাক প্রদান করা হয় বলে জানান পৌরসভার প্রশাসক।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর