
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাগনে নীলফামারী জেলা বিএনপি'র সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে আয়কর ফাঁকির মামলায় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
শাহরিন ইসলাম চৌধুরী আজ মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৬ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। আদালত তাঁর জামিনের আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ তথ্য নিশ্চিত করেছেন শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের আইনজীবী। ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে তার বিরুদ্ধে একটি আয়কর ফাঁকির মামলা দেন। ওই মামলায় শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের জেল-জরিমানা হয়। সম্প্রতি তিনি দেশে ফেরেন। আজ তিনি ওই মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান।
আদালত তাঁর জামিনের আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তাকে মিথ্যা মামলায় কারাগারে পাঠানোর প্রতিবাদে নীলফামারী জেলাসহ ডোমার, ডিমলা, জলঢাকা উপজেলা এবং গোমনাতী ও চিলাহাটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে বিএনপি।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর