
সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের খাগা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আবু বকর সিদ্দিক নামে এক সহকারী শিক্ষক স্কুলের ৫ম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানি করায় বিচার দাবীতে ক্ষুব্ধ গ্রামবাসী স্কুল তালাবদ্ধ করে দিয়েছে। মঙ্গলবার দুপুরে খাগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মনোয়ার হোসেনের নেতৃত্বে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনসহ অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থার আশ্বাস দেয়ায় এলাকাবাসী শান্ত হয়।
জানা যায়, গত শনিবার (২৬ এপ্রিল) প্রাইভেট পড়ানোর সময় সহকারী শিক্ষক আবু বকর সিদ্দিক স্কুলের ৫ম শ্রেণির একছাত্রীকে ঝড়িয়ে ধরে যৌন হয়রানি করে। এ ঘটনায় ওই ছাত্রীর অভিভাবক লিখিত অভিযোগ দিলে ঘটনার সত্যতা স্বীকার করে অভিযুক্ত শিক্ষক আবু বকর সিদ্দিক। মঙ্গলবার দুপুরে স্থানীয় গ্রামবাসী লম্পট শিক্ষক আবু বকর সিদ্দিককে স্কুলের অফিস কক্ষে আটকে রাখে।
এ অবস্থায় স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা নাজনীন ইয়াসমিন ও ম্যানেজিং কমিটির সভাপতি আমিনুল ইসলাম আর্থিক লেনদেন করে অভিযুক্ত শিক্ষক আবু বকর সিদ্দিককে স্কুল থেকে কৌশলে পালিয়ে যাবার সহায়তা করে। এতে গ্রামবাসী ক্ষুব্ধ হয়ে অফিস কক্ষসহ স্কুলে তালা ঝুলিয়ে দেয়। সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মনোয়ার হোসেনের নেতৃত্বে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছেন। ঘটনার সত্যতা পেয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।
স্কুলের প্রধান শিক্ষিকা নাজনীন ইয়াসমিন জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনার সত্যতা পাওয়া যায়। এলাকাবাসীসহ ম্যানেজিং কমিটির সদস্যরাও স্কুলে এসেছিল। কিন্তু হঠাৎ শিক্ষক আবু বকর সিদ্দিক নামাজের কথা বলে স্কুলের অফিস থেকে বের হয়ে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। এতে এলাকাবাসী উত্তেজিত হয়ে ওঠে। পরে উপজেলা নির্বাহী অফিসার ও সেনাবাহিনী স্কুলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন। এ ঘটনায় ওই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা শিক্ষা অফিসার বরাবর সুপারিশ করা হয়েছে।
সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মনোয়ার হোসেন জানান, সরেজমিনে গিয়ে ভুক্তভোগী ছাত্রী ও অভিভাবকের সাথে কথা বলে ঘটনার সত্যতা পাওয়ায় শিক্ষক আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর