
সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার ৩দিন পর ৫ নেতার পদ স্থগিত করা হয়েছে। মঙ্গলবার বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল করিব রিজভী স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়। যা বিএনপির ফেসবুক পেজেও পোস্ট করা হয়েছে।
চিঠিতে বলা হয়, গত ২৬ এপ্রিল সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটিতে ৫ জনকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছিল। নির্দেশক্রমে আজ তা স্থগিত করা হল।
পদ স্থগিত হওয়া নেতারা হলেন, আনিসুজ্জামান পাপ্পু, আব্দুল কাদের চেয়ারম্যান, খন্দকার সেলিম জাহাঙ্গীর, মিলন ইসলাম খান ও রুহী আফজাল।
২ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীমকে আহবায়ক করে ১৮ সদস্য বিশিষ্ট সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তত কমিটি গঠন করা হয়। সম্প্রতি বিভিন্ন অভিযোগ উঠায় এই কমিটির সদস্য এম, এ মুহিত ও গোলাম সরোয়ারের পদ স্থগিত এবং মজিবুর রহমান লেবুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর