
'ডেরা রিসোর্ট এন্ড স্পা সেন্টারে'র বিরুদ্ধে গণমাধ্যমে প্রকাশিত অভিযোগের ভিত্তিতে ৭ সদস্যের তদন্ত কমিটি ভুক্তভোগীদের সাথে গণশুনানি করেছে। এ সময় ভুক্তভোগী এবং স্থানীয় বাসিন্দারা তদন্ত কমিটির প্রতিনিধি দলের সাথে প্রয়োজনীয় দলিলাদি নিয়ে প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ
মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে দশটায় মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই গণশুনানি হয়। এ সময় অর্ধ শতাধিক ভুক্তভোগী ও গ্রামবাসী উপস্থিত ছিলেন। ভুক্তভোগীদের পরে দুপুর তিনটায় অভিযুক্ত 'ডেরা রিসোর্ট অ্যান্ড স্পা সেন্টারে'র প্রতিনিধিদল শুনানিতে অংশগ্রহণ করে তদন্ত কমিটির সাথে অভিযোগের বিষয়ে কথা বলেন।
বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের নির্দেশে জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা গেল মাসের (মার্চ) ৫ তারিখে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হাসান খানকে আহবায়ক করে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। এই কমিটিতে আরো আছেন পুলিশ সুপারের প্রতিনিধি, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক বা সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক বা সহকারী পরিচালক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক বা সহকারী পরিচালক, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক।
তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হাসান খান বলেন, ডেরা রিসোর্ট এন্ড স্পা সেন্টারের বিরুদ্ধে গণমাধ্যমে প্রকাশিত অভিযোগের ভিত্তিতে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের নির্দেশনায় জেলা প্রশাসক তদন্ত কমিটি করেছে। আমরা ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় দলিলাদি পর্যালোচনা করছি। পর্যালোচনা শেষে আমরা তদন্ত কমিটি চূড়ান্ত রিপোর্ট জেলা প্রশাসকের মাধ্যমে মন্ত্রণালয়ে পাঠাবো। মন্ত্রণালয় যে সিদ্ধান্ত দিবে জেলা প্রশাসন তা বাস্তবায়ন করবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর