
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আবারো তেল চুরির ঘটনা ঘটেছে। সোমবার (২৮ এপ্রিল) রাত দশটায় শিক্ষার্থীরা যবিপ্রবির পরিবহনের গ্যারেজের বাস স্টাফদের বিশ্রাম কক্ষ থেকে প্রায় ৫ লিটার তেল (অকটেন) উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের নিকট হস্তান্তর করে।
এর আগে ২১ এপ্রিল যবিপ্রবির শাপলা বাস থেকে প্রায় ৬১ লিটার তেল উদ্ধার করে শিক্ষার্থীরা। ঐ ঘটনায় সংশ্লিষ্ট বাসের ড্রাইভার ও হেল্পারকে সাময়িক বহিষ্কার করে যবিপ্রবি প্রশাসন।
সোমবার চুরিকৃত তেল উদ্ধারের বিষয়ে যবিপ্রবির পরিবহণ প্রশাসক ড. মোঃ শিমুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের সহযোগিতায় আমরা চুরিকৃত তেল উদ্ধার করতে পেরেছি। বিশ্ববিদ্যালয়ের সম্পদ রক্ষায় শিক্ষার্থীদের এমন গুরুত্বপূর্ণ সহযোগিতার জন্য তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সকলের সহযোগিতায় আমরা পরিবহনের তেল চুরি বন্ধ করতে পারব। আর এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর অভিযোগ দিয়েছি, তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এস এম নুর আলম বলেন, তেল চুরির ঘটনায় তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা ও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। ২১ এপ্রিল তেল চুরির ঘটনায় দুজনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর