
গাজীপুরের কালিয়াকৈরে প্রেম ও বিয়ের প্রলোভনে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
ভুক্তভোগী তরুণী ময়না (১৮) ভোলা জেলার চর ইলিশা এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন। তিনি জানান, কয়েক মাস আগে মোবাইল ফোনে মোঃ শাহাবুদ্দিন (২৩) নামে এক যুবকের সঙ্গে তার পরিচয় হয়। পরিচয়ের পর ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে।
শাহাবুদ্দিন নিজেকে গোমতী টেক্সটাইল কারখানার কর্মচারী পরিচয় দিয়ে ভুক্তভোগীকে সেখানে চাকরি দেওয়ার আশ্বাস দেন এবং বিয়ের প্রতিশ্রুতি দেন। পরে গত ৩ মার্চ ২০২৫ তারিখে তিনি তরুণীকে নিয়ে কালামপুর এলাকার একটি বাসায় যান এবং স্ত্রী পরিচয়ে একটি কক্ষ ভাড়া নেন। সেখানে তাকে একাধিকবার ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন তরুণী। সর্বশেষ ১০ এপ্রিল বিকেলেও তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ রয়েছে।
পরবর্তীতে শাহাবুদ্দিন গ্রামে চলে যান এবং তার সঙ্গে আর কোনো যোগাযোগ করেননি। বিষয়টি পরিবারের সঙ্গে আলোচনা করে ভুক্তভোগী ১৩ এপ্রিল কালিয়াকৈর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পর স্থানীয় মাতাব্বরদের মাধ্যমে একটি সালিশি বৈঠকও হয়, যেখানে বাড়ির মালিক উপস্থিত ছিলেন এবং বিষয়টি সমাধানের চেষ্টা করা হয়। কিন্তু উলটো ভুক্তভোগীকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। পরে তরুণী বাড়ির মালিকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন।
অভিযোগের ভিত্তিতে পুলিশ বাড়ির মালিককে গ্রেফতার করে এবং দণ্ডবিধির ৫৪ ধারায় আজ তাকে আদালতে প্রেরণ করেছে।
কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) জাফর আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, "মামলা গ্রহণ করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মূল অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।"
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর