
শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ায় একটি বাড়ীর জানালার গ্রিল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এসময় ১৫ ভরি স্বর্ণালংকার সহ নগদ ৭ লাখ ১৭ হাজার টাকা চুরি হয়েছে বলে ভুক্তভোগীর অভিযোগ।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে ভুক্তভোগীর পরিবার গণমাধ্যমকর্মীদের কাছে এবিষয়ে তথ্য দেন। এরআগে শনিবার (২৬ শে এপ্রিল) বিকাল ৩.৩০ থেকে রাত ৯টার মধ্যে আশুলিয়ার গাজিরচট সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন প্রবাসী স্বপন মিয়ার বাড়িতে এই চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ ভুক্তভোগীর। এঘটনায় থানায় একটি অভিযোগ করেন ভুক্তভোগীর ছেলে রফিকুল ইসলাম।
রফিকুল ইসলাম অভিযোগ করে বলেন, আমার বাবা একজন গ্রিস প্রবাসী। আমরা দুই ভাই ও দুই বোন। বোনেরা তাদের শ্বশুর বাড়িতে থাকে। ২৩শে এপ্রিল আমার দাদা মারা যায়। এই খবর শুনে আমার মা এবং বড় ভাই কুমিল্লায় চলে যায়। আর আমি বাড়িতে ছিলাম। ২৬ শে এপ্রিল (শনিবার ৩.৩০ মিনিটের সময়) প্রাইভেট পড়তে যাই। সেখান থেকে আমার বাসায় ফিরতে একটু দেরি হয়। এ সময়ের মধ্যে আমার মা কুমিল্লা থেকে রাত ৯টার সময় বাসায় ফিরে আসেন।
এরপরে আমার মা আমাকে ফোন করে দ্রুত বাসায় আসতে বলে। আমি দেরি না করেই বাসায় চলে আসি। এসে দেখি দুই রুমের দুই জানালার গ্রিল কাটা এবং আলমারির দরজা আলাদা করা ও ওয়ার্ড ড্রপ এর ড্রয়ারের তালা ভাঙা দেখতে পাই। পরে কাছে গিয়ে দেখি, আমার বড় বোন জামাইকে ইতালি পাঠানোর জন্য ৭ লাখ ১৭ হাজার টাকা আলমারিতে রাখা ছিলো। ওই টাকা ও ১৫ ভরি স্বর্ণালংকার নেয়। সব চুরি হয়ে গেছে। পরে কোন উপায় না পেয়ে থানায় একটি অভিযোগ দায়ের করি। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনি ব্যবস্থা নিতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।
এবিষয়ে আশুলিয়া থানার এসআই (উপ-পরিদর্শক) মো: নজরুল ইসলাম বলেন, চুরির ঘটনায় থানায় একটি অভিযোগ হয়েছে। এর প্রেক্ষিতে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। আশপাশের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এই ঘটনা উদ্ঘাটন করার জন্য, যা যা করা দরকার, তাই করবো।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর