
বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের খালাত ভাই নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের মুক্তির দাবীতে মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে নীলফামারীর কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি।
মঙ্গলবার রাত সাড়ে আট টায় উপজেলা বিএনপি অফিস থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ঝর্ণা মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশ হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন, সৈয়দপুর জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, অবিলম্বে সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের মুক্তি চাই। নীলফামারীর বিএনপির অভিভাবক তুহিন ভাইয়ের মুক্তি না হলে বৃহত্তর প্রোগ্ৰাম নিতে নেয়া হবে। আগামীকাল বুধবার দুপুরে বৃহত্তর পরিসরে বিক্ষোভ ও সমাবেশের আয়োজন করা হয়েছে বলেও তারা বক্তব্যে জানান।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর