
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টঙ্গী-গাজীপুর রুটের পরিবহণ ক্ষণিকা বাসে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।
মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত ৮ টার দিকে বিশ্ববিদ্যালয়ের হলপাড়ায় জড়ো হতে থাকেন। পরে সেখান থেকে মিছিল বিশ্ববিদ্যালয়ের স্মৃতি চিরন্তন হয়ে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত।
এসময় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হাসিব আল ইসলাম বলেন, কিশোরগ্যাংয়ের সন্ত্রাসীরা বাংলাদেশের শিক্ষার্থীদের আন্দোলনে আঘাত করার চেষ্টা করেছে। এরই পরিপ্রেক্ষিতে আজ ক্ষণিকায় ঢাবি শিক্ষার্থীদের ওপর হামলা হয়েছে।
তিনি আরও বলেন, অভ্যুত্থানের ৮ মাস পার হলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখনো বাংলাদেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। আমরা দ্রুত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সারা বাংলাদেশের মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানাই।
হাবিবুর রহমান নামে আরেক শিক্ষার্থী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশের শত্রু বানানোর চেষ্টা হচ্ছে। ঢাবির অনেক শিক্ষার্থী বাইরে থাকেন। তাদের ওপর হামলার চেষ্টা হয়েছে। বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর ঢাবি শিক্ষার্থীদের বাজেভাবে উপস্থাপন করছে। রাষ্ট্র যদি ঢাবি শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে না পারে আবার দুর্বার আন্দোলন গড়ে উঠবে। যে-সব হামলাকারীর ভিডিও আছে তাদের শনাক্ত করে বিচার করতে হবে।
এতে অন্যান্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ওই বিক্ষোভ সমাবেশে অংশ নেন। এর আগে মঙ্গলবার দুপুরে গাজীপুর যাওয়ার পথে উত্তরার আজমপুরে ঢাবির বাসে হামলার ঘটনা ঘটে। এতে পাঁচ/ছয়জন শিক্ষার্থী আহত হওয়ার ঘটনা ঘটে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর