
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার বড়বাজার এলাকায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এতে আরও অনেকে দগ্ধ হয়েছেন।
স্থানীয় সময় মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে কলকাতার ঋতুরাজ হোটেলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা সাংবাদিকদের জানান, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তিনি বলেন, ১৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে এবং বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আগুন লাগার কারণ অনুসন্ধানে একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে।
রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার রাজ্য প্রশাসনকে ক্ষতিগ্রস্তদের দ্রুত উদ্ধার ও সহায়তা প্রদানের আহ্বান জানান। তিনি ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক ঘটনা রোধে অগ্নি নিরাপত্তা ব্যবস্থার কঠোর নজরদারির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
পশ্চিমবঙ্গ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার কলকাতা কর্পোরেশনের সমালোচনা করে বলেন, "এটি একটি মর্মান্তিক ঘটনা। আগুন লেগেছে, অনেক মানুষ এখনো ভবনে আটকে আছেন। কোনো নিরাপত্তা বা সুরক্ষা ব্যবস্থা ছিল না। আমি জানি না কর্পোরেশন কী করছে।"
নিহতদের ময়নাতদন্তের জন্য আরজি কর হাসপাতাল এবং নীল রতন সরকার মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
সর্বশেষ খবর