
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পুকুরে ছাত্র-ছাত্রীদের একসঙ্গে গোসলের একটি দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার (৩০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ এফ এম আরিফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, “সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয়ের পুকুরে (নীল দিঘিতে) ছাত্র ও ছাত্রীদের একসঙ্গে গোসলের একটি ঘটনা প্রশাসনের দৃষ্টিগোচর হয়েছে। এ সংক্রান্ত স্থিরচিত্র ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ায় বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।”
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ঘটনার প্রকৃত তথ্য উদঘাটনের লক্ষ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হবে এবং তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি সামাজিক মূল্যবোধ ও ধর্মীয় অনুশাসন অনুসরণ করে চলার আহ্বান জানানো হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হলো।”
বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট বিভিন্ন মহল এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত তদন্ত কার্যক্রম সম্পন্ন করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
সর্বশেষ খবর