
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কন্যার মৃত্যুতে জানাজা শেষে বরগুনা পৌরসভার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও বরগুনা জেলা শাখার সাবেক সভাপতি নজরুল ইসলাম মোল্লা।
মঙ্গলবার (২৯ এপ্রিল) বরগুনা শহরে মেয়ের জানাজা শেষে সাংবাদিকদের কাছে তিনি বলেন, "বরগুনা পৌরসভা একটি দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। মানুষকে জিম্মি করে টাকা নেয়া ছাড়া এখানে কোনো সেবাই দেওয়া হয় না। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আমার মেয়ের মৃত্যু হয়েছে। অথচ আমি পৌর প্রশাসককে অনুরোধ জানিয়েছিলাম ব্যবস্থা নেওয়ার জন্য, কোনো সাড়া পাইনি। এ শহরে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ রূপ নিয়েছে। এই অব্যবস্থাপনার দায় কর্তৃপক্ষকেই নিতে হবে।"
তিনি আরও বলেন, "মাত্র কয়েকদিন আগে এক স্কুলের প্রধান শিক্ষিকাও ডেঙ্গুতে মারা গেছেন। আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি— যেন আর কোনো বাবাকে মেয়ের মৃত্যু দেখতে না হয়। যদি সেবা দিতে না পারেন, তবে এমন প্রতিষ্ঠান আমাদের দরকার নেই। আমরা পৌরসভা বন্ধ করে দেবো।"
প্রসঙ্গত, নজরুল ইসলাম মোল্লার কনিষ্ঠ কন্যা উপমা চলতি মাসের শুরুতে ডেঙ্গুতে আক্রান্ত হন। পরে ১২ এপ্রিল তাকে ঢাকার ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়। টানা দুই সপ্তাহ আইসিইউ ও ভেন্টিলেটর সাপোর্টে থাকার পর গতকাল (মঙ্গলবার) তার মৃত্যু হয়।
এদিকে বরগুনা সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি বছর এখন পর্যন্ত ১৯২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সাম্প্রতিক সময়ে জেলায় দুইজন ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যুর খবর পাওয়া গেছে।
সর্বশেষ খবর