
খাগড়াছড়ির গুইমারা থেকে ১১০ কেজি দেশীয় তৈরি চোলাই মদসহ দুজনকে আটক করেছে সেনাবাহিনী। বুধবার (৩০ এপ্রিল) দুপুর দেড়টার দিকে উপজেলার জালিয়াপাড়া থেকে তাদের আটক করা হয়।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, বুধবার দুপুর দেড়টার দিকে খাগড়াছড়ি থেকে শান্তি পরিবহণে করে দেশীয় তৈরি চোলাই মদ ফেনীর উদ্দেশ্য নিয়ে যাচ্ছে একটি চক্র। এমন গোপন সংবাদের ভিত্তিতে ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোনের জালিয়া পাড়া আর্মি ক্যাম্পের আওতাধীন গুইমারা এলাকায় সার্জেন্ট মাহবুব'র নেতৃত্বে একটি চৌকস সেনা টহল দল ফেনী গামী একটি শান্তি পরিবহনের বাস গতিরোধ করে।
(ঢাকা মেট্রো ব-১৪০৯০৯) তল্লাশি করে দুটি বস্তায় ১১০ কেজি দেশীয় তৈরি চোলাই মদসহ মো. বাবলু ও মো. আব্দুল হালিম নামের দুজনকে আটক করে। পরবর্তীতে জব্দকৃত মদসহ তাদেরকে গুইমারা থানায় হস্তান্তর করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গুইমারা থানার ওসি এনামুল হক চৌধুরী বলেন, আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর