হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ০৩ এপ্রিল ২০১৭, ০৩:০৮ পিএম

কুমিল্লার দাউদকান্দিতে হত্যা মামলার আসামী আবু সাইদ (২৪) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ হামলায় মোহাম্মদ আলী (৩৫) নামে আরো এক যুবক আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

শনিবার রাতে উপজেলার গৌরীপুর বাজারের গোমতী সেতুর নিকট এ ঘটনা ঘটে। নিহত আবু সাইদ উপজেলার পেন্নাই গ্রামের মৃত হাজি আবদুস ছামেদ মিয়ার ছেলে। হতাহতরা দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের পেন্নাই গ্রামের বাসিন্দা এবং একটি হত্যা মামলার পলাতক আসামি।

রবিবার নিহতর লাশ ময়নাতদন্ত শেষে দুপুরে বাড়িতে আনা হয়। এ সময় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত বছর ইউপি চেয়ারম্যান মনির হোসেন সরকার হত্যা মামলার এজহারভুক্ত আসামি আবু সাইদ ও মোহাম্মদ আলী শনিবার সন্ধ্যায় একটি প্রাইভেট কারযোগে তিতাস উপজেলায় যাওয়ার পথে গৌরীপুর বাজারে জিয়ারকান্দি সেতুর নিকটে হামলার শিকার হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে পথেই আবু সাইদ মারা যায়। এলাকাবাসীর ধারণা মনির হত্যার বদলা নিতেই এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

গৌরীপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. আসাদুজ্জামান জানান, একটি প্রাইভেট কারযোগে মোহাম্মদ আলী ও আবু সাঈদ তিতাস উপজেলার দিকে যাচ্ছিল। গৌরীপুর বাজারের উত্তরে গোমতী সেতুর নিকট দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের প্রাইভেট কারে হামলা চালায়। এলোপাতাড়ি পিটিয়ে এবং কুপিয়ে মারাত্মক ভাবে জখম করে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হাসপাতালে নেওয়ার পথে আবু সাইদ মারা যায়। উভয়ই মনির চেয়ারম্যান হত্যা মামলার এজহারভূক্ত আসামি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: