লবন দিয়ে বড়লোক হবার কৌশল! 

প্রকাশিত: ০৬ নভেম্বর ২০১৭, ০২:৩৬ পিএম

আমাদের দেশের মোট জনসংখ্যার প্রায় একটা বড় অংশ মাথার ঘাম পায়ে ফেললেও নিজের প্রাপ্প টাকা রোজগার করতে সক্ষম হন না। কারণ তাদের উন্নতি হবে, কী হবে না, তা অনেকাংশেই নির্ভর করে অন্য কোনও ব্যক্তির মর্জির উপর। এমন অবস্থায় বড় লোক হয়ে ওঠা তো কোনও দূরের স্বপ্ন মনে হয়। কিন্তু কর্মফলের পাশাপাশি আরেকভাবেও কিন্তু বড়লোক ওঠা সম্ভব। আর সেই পদ্ধতিটি এতটাই সোজা যে, যে কেউ এর সুফল পেতে পারেন। একেবারে ঘরোয়া একটা উপায় সম্পর্কে আলোচনা করা হল-

* টিপস ১: এক বালতি জলে পরিমাণ মতো লবন আর ফিনাইল মিশিয়ে সেই জল দিয়ে সম্পূর্ণ ঘর মুছুন। ঘরের কোনও স্থান যেন বাদ না যায়। এটা করলে দারিদ্রতার ছাপ মুছে যাবে। আসবে সমৃদ্ধি। তবে ভুলেও রবিবার এই কাজটি করতে যাবেন না।

* টিপস ২: এক গ্লাস জলে এক চিমটে লবণ মেশান প্রথমে। তারপর সেই গ্লাসটা বাড়ির দক্ষিণ-পশ্চিম দিকে রেখে আসুন। এমনটা করলে দারিদ্রতা কমতে থাকবে, বাড়বে অর্থের জোগান। এই পদ্ধতির সুফল পেতে গেলে কয়েকটি জিনিস মাথায় রাখতে হবে। যেমন ধরুন, গ্লাসটা এমন জায়গায় রাখবেন যেখানে লাল আলো রয়েছে।

* টিপস ৩: একটা ছোট বাটিতে অল্প করে লবণ নিয়ে সেটি বাথরুমের কোন এক কোনায় রেখে দিন, যেখানে লবণটা জলে ভিজবে না। আর প্রতিদিন মনে করে লবণ বদলাবেন। এটা করলে ঘরের মধ্যে থাকা নেগেটিভ এনার্জি ধীরে ধীরে কমে যেতে থাকবে। ফলে সমৃদ্ধি এবং খুশিতে ভরে উঠবে চারিপাশ।

* টিপস ৪: পরিমাণ মতো লবণ নিয়ে একটা লাল কাপড়ে বেঁধে নিন। তারপর সেই কাপড়টা বাড়ির মূল ফটকে ঝুলিয়ে দিন। এমনটা করলে নেগেটিভ এনার্জি যেমন বাড়ির ভিতরে প্রবেশ করার সুযোগ পাবে না, তেমনি সমৃদ্ধি এবং উন্নতির সম্ভাবনা আরও বাড়বে।

* টিপস ৫: গোসলের সময় এক বালতি জলে এক কাপ বা পরিমাণ মতো লবন মিশিয়ে সেই জল দিয়ে গোসল করুন। এটা করলে একেদিকে যেমন শরীরের উন্নতি ঘটবে, তেমনি নেগেটিভ এনার্জি দূরে পালাবে। ফলে শরীর, মন এবং অর্থনৈতিক অবস্থা, সব কিছুরই উন্নতি ঘটবে। সূত্র-বোল্ডস্কাই।

বিডি২৪লাইভ/আরআই

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: