এবার হিজাব পড়ে ছবি করছেন মাহি

প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০১৭, ০৮:২৩ পিএম

পুরো ছবিতে নতুন আঙিকে দেখা যাবে আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহিকে। আর তা হচ্ছে পুরো ছবিতে মাথায় দেখা যাবে সাদা রঙয়ের হিজাব অথবা ওরনা পরিহিত অবস্থায়। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘জান্নাত’ ছবিতে এ বেশ ধারণ করেছেন তিনি। ছবিটির পোষ্টার এর মধ্যে প্রকাশ পেয়েছে।

&dquote;&dquote;

এ ছবিতে সাইমন সাদিকের সঙ্গে জুটি বেঁধেছেন মাহিয়া মাহি। এ বিষেয়ে বিডি২৪লাইভ’কে দেয়া এক সাক্ষাৎকারে মাহি বলেন, ‘এ ছবিতে আমাকে এক মাজারের খাদেমের চরিত্রে অভিনয় করতে হয়েছে।’ মাজারে বাচ্চাদের পড়ানোর কাজ পড়াবেন বলে জানান তিনি। গান বাদ দিয়ে পুরো ছবিতেই মাথায় হিজাব অথবা কাপর ওরনা থাকবে তার মাথায়।

&dquote;&dquote;

এর আগে ‘ঢাকা অ্যাটাক’এ সাফল্যের পর থেকে আছেন বেশ আমেজেই আছেন এই আলোচিত অভিনেত্রী। তার অভিনীত বেশ কিছু চলচ্চিত্র এখনও মুক্তির অপেক্ষায়। তবে ‘জান্নাত’ ছবিতেও বড় ধরনের সফলতা আশা করছেন নির্মাতাবৃন্দ।

বিডি২৪লাইভ/ইম

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: