বইমেলায় তানভীর মেহেদী’র প্রথম উপন্যাস “৩৬/ডি”

অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিত হয়েছে টাঙ্গাইল জেলার ঘাটাইলের সন্তান তানভীর মেহেদীর প্রথম উপন্যাস বিষয়ক বই ‘৩৬/ডি’। বইটি প্রকাশ করেছে শব্দভূমি প্রকাশনা। তিনি বলেন এটা কোন প্রেমের উপন্যাস না। তবে এখানেও প্রেম আছে। এখানে প্রেম এসেছে মেঘের দিকে তাকিয়ে থেকে। কখনো প্রেম এসেছে অবাধ্য ছাদে, কখনো প্রেম এসেছে রক্তাক্ত হয়ে।
রকমারি ডট কমসহ একুশে বইমেলার পাওয়া যাবে বইটি। মূল্য রাখা হয়েছে ১৮০ টাকা। তানভীর মেহেদী ঘাটাইলের প্রিয় মুখ। অত্যন্ত প্রতিভাবান তরুন একজন লেখক। ইতি মধ্যে বিভিন্ন প্রকাশ হওয়া তার অন্যান্য ছোট ছোট লেখা গুলি পাঠকদের প্রশংসা কুড়িয়েছে। লেখক তানভীর মেহেদী টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কৃতি সন্তান। জন্মভূমি উপজেলার দিগর ইউনিয়নের দিগর গ্রাম।
অমর একুশে গ্রন্থমেলা ২০১৮ তে তিনি লেখক হিসেবে তার আত্মপ্রকাশ।তিনি ঘাটাইলের কথা সংগঠনের সহ-সভাপতি এবং ঘাটাইলের বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে যুক্ত। তানভীর মেহেদী পেশায় একজন মেরিন ইঞ্জিনিয়ার।
লেখক তানভীর মেহেদী বলেন, ‘মূলত আমার লেখালেখি শুরু অনলাইনে। এরপর অনেক জাতীয় পত্রিকায় গল্প কিংবা রম্য লিখেছি। তবে একটা উপন্যাস লেখার স্বপ্ন ছিল আমার। বড় আকারে একটা পুরো গল্প বলার ইচ্ছা থেকেই এই উপন্যাস লেখা। আমার এ বইটির আমার নিজ এলাকা ঘাটাইলে বিক্রিত বইগুলোর মূল্য থেকে ৩০% অংশ জমা হবে ঘাটাইলের কথা সংগঠনের ফান্ডে। যে অর্থ দিয়ে বিভিন্ন ইভেন্টে অসহায়দের সহায়তা করা হয়ে থাকে।’
বিডি২৪লাইভ / এস এস
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: