জামিন আবেদনের অনুমতি পেলেন খালেদা

প্রকাশিত: ২০ মে ২০১৮, ১২:৪৩ পিএম

কুমিল্লা ও নড়াইলে মানহানির মামলাসহ তিন মামলায় হাইকোর্টের জামিন আবেদন করতে অনুমতি পেয়েছেন কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

রবিবার (২০ মে) সকালে এ বিষয়ে দায়ের এক আবেদনের শুনানি করে বিচারপতি একে এম আসাদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। 

মামলা তিনটির মধ্যে কুমিল্লায় হরতাল অবরোধের সময় গাড়িতে অগ্নিসংযোগ, যাত্রী হত্যা মামলা এবং নড়াইলে মানহানির অভিযোগে দায়ের এক মামলায় তিনি এ অনুমতি পান।  

আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। সঙ্গে ছিলেন ব্যারিস্টার একে এম এহসানুর রহমান।

বিডি২৪লাইভ/এএইচআর


 

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: