সেই নিখোঁজ বিএনপি নেতার বাসায় ডিবি পরিচয়ে 'তল্লাশির' চেষ্টা

প্রকাশিত: ২২ মে ২০১৮, ১২:৪৬ পিএম

নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর রাজধানীর বনানীর সিলেট হাউসের বাসায় গোয়েন্দা পুলিশ পরিচয়ে তল্লাশির চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সাহরির কিছুক্ষণ আগে ইলিয়াস আলীর স্ত্রী লুনার আর্তচিৎকারে দরজার বাইরে অবস্থান নেয়া ডিবি পুলিশ পরিচয় দেয়া ব্যক্তিরা চলে যায়।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী মঙ্গলবার (২১ মে) বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ২০১২ সালের ১৭ এপ্রিল রাতে নিজ বাসায় ফেরার পথে ঢাকার মহাখালী থেকে নিখোঁজ হন বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী এবং তার গাড়িচালক আনসার আলী।

মধ্যরাতে মহাখালী এলাকা থেকে ইলিয়াস আলীর গাড়িটি উদ্ধার করে পুলিশ। তবে সেই থেকে এখন পর্যন্ত ইলিয়াস আলী নিখোঁজের কারণ রহস্যই রয়ে গেছে।

বিডি২৪লাইভ/এসএস

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: