গর্ভবতী ও প্রসূতি মায়েদের পুষ্টি বিষয়ে উঠান বৈঠক 

প্রকাশিত: ২২ মে ২০১৮, ০৮:২৬ পিএম

পত্নীতলায় বিকশিত নারী নেটওর্য়াকের আয়োজনে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর পরিচালনায় মঙ্গলবার  (২২ মে) উপজেলার নজিপুর ইউপির রঘুনাথপুর গ্রামে ২০ জন গর্ভবতী ও প্রসূতি মায়েদের প্রয়োজনীয় পুষ্টি ও স্বাস্থ্য বিষয়ে সচেতনতা মূলক দু’দিনব্যাপী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বিকশিত নারী নেটওর্য়াক নজিপুর ইউপির সম্পাদিকা রিফাক সুলতানার সভাপতিত্বে উক্ত বৈঠকে গর্ভবতী ও প্রসূতি মায়েদের পুষ্টি বিষয়ে আলোচনা করেন দি হাঙ্গার প্রজেক্টের ইউনিয়ন সমন্বয়কারী রবিউল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন কমিউনিটি স্বাস্থ্য সহকারী আক্তারুজ্জামান জুয়েল, ইয়ুথ লিডার আরিফুল ইসলাম সহ এলকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কর্মশালয় এলাকার ২০ জন গর্ভবতী ও প্রসূতি মায়েদের গর্ভকালীন ও প্রসূতীকালীন সময়ে করণীয় ও বর্জনীয় বিষয়ে সচেতনামূলক তথ্য প্রদানসহ পুষ্টি কর খাদ্য প্রদান করা হয়।     

বিডি২৪লাইভ/এমকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: