বরিশালে ২৪ ঘন্টায় গ্রেফতার ৫২

প্রকাশিত: ২৩ মে ২০১৮, ১২:৫৩ এএম

বরিশাল বিভাগের ৬ জেলায় মাদকের বিরুদ্ধে সারাশী অভিযান চলছে। বরিশাল রেঞ্জ পুলিশের  মাদক বিরোধী অভিযানে বিভাগের ৬ জেলায় ২৪ ঘন্টায় ৫২ জনকে গ্রেফতার করা হয়েছে।

এ ছাড়াও বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) মাদক বিরোধী অভিযানে গত ৪ দিনে ২৮ জনকে গ্রেফতার করা হয়েছে। রেঞ্জ ডিআইজি মোঃ শফিকুল ইসলাম-বিপিএম, পিপিএম এর নির্দেশনায় গত ২৪ ঘন্টায় বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠী, ভোলা, পিরোজপুর ও বরগুনা জেলায় মাদকের সাথে সংশ্লিষ্টতার জন্য মোট ৫২ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি ৬১৩ পিস ইয়াবা ট্যাবলেট, ৩ কেজি ৯৭৫ গ্রাম গাঁজা, সাড়ে ৩ কেজি গাঁজার গাছ ও ৩ শত মিলি লিটার দেশী মদ তৈরীর উপকরণ উদ্ধার করা হয়। যার প্রেক্ষিতে মোট ৩৭ টি মামলা রুজু করা হয়েছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (এসি) মোঃ নাসির উদ্দিন মল্লিক জানান, অভিযান জোড়দার করতে নগরীর মাদক ব্যবসায়িদের তালিকা করা হয়েছে।

মাদক বিরোধী এই অভিযানে বরিশাল মহানগরের ৪ থানার পুলিশ সদস্যদের পাশাপাশি গোয়েন্দা (ডিবি) শাখার পুলিশ সদস্যরা অংশ নিচ্ছে।

বিডি২৪লাইভ/এইচকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: