জেলের জালে আড়াই কেজির ইলিশ!

প্রকাশিত: ২৪ মে ২০১৮, ০৯:৪৩ পিএম

পটুয়াখালীর রাবনাবাদ নদীতে জেলেদের জালে ধরা পড়েছে দু’টি ইলিশ। একটির ওজন প্রায় আড়াই কেজি, অপরটি দেড় কেজি।

বৃহস্পতিবার সকালে কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামের জেলে জালাল পন্ডিত ও তার ছেলে রিপন পন্ডিত ইলিশ দুটি শিকার করেছেন। ইলিশ মাছ দুটি পিতা-পুত্র চরা দামে বিকিয়েছে স্থানীয় বাজারে।

চম্পাপুর ইউনিয়নের গোলবুনিয়া গ্রামের ডাঙ্গা বাজারের মৎস্য ব্যবসায়ী মিলন মৃধার গদিতে ৬ হাজার ২৫০ টাকায় বড় ইলিশটি ও ছোট ইলিশটি ২ হাজার ৭০০ টাকায় বিক্রি করা হয়েছে।

রিপন পন্ডিত জানায়, জালে মাছ না আসায় হতাশায় দিন কাটছিলো তাদের। ছোট ভাইটাও অসুস্থ। এক সপ্তাহ পর বাবা ও আমি আল্লাহর নাম নিয়ে মাছ শিকারে যাই। আল্লাহ আমাদের প্রার্থনা কবুল করেছেন। 

বিডি২৪লাইভ/আরআই

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: