বরিশাল রেঞ্জ পুলিশের অভিযানে ৬ দিনে গ্রেফতার ২১৩

প্রকাশিত: ২৫ মে ২০১৮, ১০:৪৪ এএম

বরিশাল রেঞ্জের অধীনে বিভাগের ৬ জেলায় মাদক বিরোধী অভিযান চলমান রয়েছে। মাদক বিরোধী এই বিশেষ অভিযানে বিভাগের ৬ জেলায় ৬ দিনে ২১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

গত ১৮ মে থেকে চলমান বিশেষ অভিযানে ৬ দিনে বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠী, ভোলা, পিরোজপুর ও বরগুনা জেলায় মাদকের সাথে সংশ্লিষ্টতার জন্য মোট ২১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি ৩ হাজার ১০ পিস ইয়াবা ট্যাবলেট, ১৪ কেজি ২৪৯ গ্রাম গাঁজা, ৪ বোতল ফেন্সিডিল ও ফেন্সিডিল বিক্রিত নগত ৮২ হাজার টাকা, বিদেশী বিয়ার ২৩ ক্যান, ৩ শত মিলি লিটার চোলাইমদ তৈরীর উপকরণ উদ্ধার করা হয়। যার প্রেক্ষিতে মোট ১৭১ টি মামলা রুজু করা হয়েছে।  

বরিশাল রেঞ্জ অফিস থেকে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিডি২৪লাইভ/এমআরএম

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: