১৫ পরিক্ষার্থী বহিষ্কার

প্রকাশিত: ২৫ মে ২০১৮, ০৮:০০ পিএম

শুক্রবার (২৫ মে) নাটোরের সিংড়ার চলনবিল মহিলা ডিগ্রি কলেজে অনুষ্ঠিত উন্মুক্ত বিশ্ব বিদ্যালয়ের অধীনে বিএ ও বিএসএস পরীক্ষায় অসদুপায় অবলম্বনের জন্য ১৫ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। 

কলেজ সূত্রে জানা যায়, শুক্রবার চলনবিল মহিলা ডিগ্রি কলেজে উন্মুক্ত বিশ্ব বিদ্যালয়ের অধীনে বিএ ও বিএসএস প্রোগ্রামের সিভিকস এডুকেশন-১ পরিক্ষায় শুরু হয়। পরিক্ষা চলাকালীন সময় হঠাৎ সকাল ১১টায় সিংড়া উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ কুমার সরকার অসদুপায় অবলম্বনের দায়ে ১৫ শিক্ষার্থীকে বহিষ্কার করেন।

এ সময় পরীক্ষায় দায়িত্বরত সকল শিক্ষক ও পরিক্ষার্থীদের ছোটাছুটি করতে দেখা যায়। পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল এসে এই ঘটনা দেখে অবাক হন এবং দুঃখ প্রকাশ করেন।


বিডি২৪লাইভ/এইচকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: