১৭ ঘণ্টা রোজা রেখে খেলবেন তারা

প্রকাশিত: ২৬ মে ২০১৮, ০৫:৩২ পিএম

টানা দুইবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে অল রেডরা। কিয়েভে শনিবার (২৬ মে) বাংলাদেশ সময় রাত পৌনে ১টায় খেলা শুরু হবে।

ইউক্রেনের রাজধানীতে ম্যাচের ৩০ মিনিট আগে সূর্যাস্ত হওয়ার কথা। ১৭ ঘণ্টা রোজা রাখার পর ইফতার করেই ফাইনালের মহারণে নামবেন সালাহ ও মানে। লিভারপুল ক্লাব কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

লিভারপুলের ফিজিওথেরাপিস্ট রুবেন পন্স বলেন, রোজাদার সালাহ ও মানের জন্য পুষ্টিবিদ নিয়োজিত থাকবে। ম্যাচের দিনের প্রস্তুতিতে দৌড়ঝাঁপ কম হলেও খেলায় এর প্রভাব পড়বে না বলে জানান তিনি।

লিভারপুলকে ফাইনালে তোলার পেছনে প্রত্যক্ত অবদান রাখেন সালাহ ও মানে। দুইজন মিলে করেন ১৯ গোল (১০ ও ৯)। মিশরি ফরোয়ার্ড সালাহ এবার লিভারপুলের হয়ে ইউরোপ মাতিয়েছেন। ইংলিশ ফুটবলের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন তিনি। মানে সেনেগালের অভিজ্ঞ উইঙ্গার।

বিডি২৪লাইভ/এইচকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: