‘রং সাইডে গাড়ি চালালেই ব্যবস্থা’

প্রকাশিত: ২৭ মে ২০১৮, ০৯:৫২ পিএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফিটনেস বিহীন গাড়ি নামলেই ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বলেছেন, ‘জনভোগান্তি কমাতে পবিত্র ঈদুল ফিতরের আগেই নির্মাণাধীন ও ভাঙ্গা-চোরা সড়কের মেরামত কাজ শেষ করতে হবে।’

রবিবার (২৭ মে) ফেনী সার্কিট হাউজে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনকল্পে করণীয় নির্ধারণ বিষয়ক এক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জাহান আরা বেগম সুরমা, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ড. এসএম মনির উজ-জামান বক্তব্য রাখেন।

&dquote;&dquote;

মন্ত্রী বলেন, ‘ঈদ এলেই অতিরিক্ত মুনাফা লাভে কিছু মালিক পুরাতন গাড়ীকে রং করে রাস্তায় নামিয়ে দেয়। এতে করে দুর্ঘটনা এমনকি যানজটের সৃষ্টি হয়। এসব গাড়ী রাস্তায় নামলেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।’

‘রং সাইডে গাড়ি চালানোও যানজটের অন্যতম কারণ’ জানিয়ে ক্ষমতাসীন দলটির সাধারণ সম্পাদক বলেন, ‘কিছু পুলিশ সদস্য প্রভাবশালীকে খুশি করতে রং সাইডে গাড়ী চালাতে বাধা দেন না। যত অসাধারণ ব্যক্তিই হোক তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। কারণ যানজট পুলিশকেই বন্ধ করতে হয়। সবাইকে নিয়ম মানতে হবে, ভয় পাচ্ছেন কেন।’

‘অসাধারণ ব্যক্তিরা আইন না মানলে সাধারণ ব্যক্তিরা কিভাবে মানবেন’ বলেও জানান মন্ত্রী।

মহাসড়কে টোল আদায় প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘টোল আদায় সিস্টেমের কারণে গাড়ী দাঁড়ালেই দীর্ঘ লাইন ধরে যায়। এ অবস্থা দূর করতে সমপরিমাণ টাকা চালকদের ভাংতি রাখতে হবে। সড়কে দুর্ঘটনা কমাতে চালকদের ২৪ ঘন্টা গাড়ী চালাতে দেবেন না। এতে প্রাণহানীর পাশাপাশি মালিকরাও ক্ষতির শিকার হন।’

বিডি২৪লাইভ/ওয়াইএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: