‘মেসিকে থামাতে পারলে হ্যারি কেনকে কেন নয়’
আসরে বাকি আর মাত্র চারটি ম্যাচ। এরই মধ্যে হুঙ্কার শুরু করেছে ক্রোয়েশিয়া। সেমিফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড-ক্রোয়েশিয়া ও বেলজিয়াম-ফ্রান্স। ফুটবলবোদ্ধারা ফাইনালের এ লড়াইয়ে ফ্রান্স ও ইংল্যান্ডকে এগিয়ে রাখলেও পিছিয়ে রাখা যাচ্ছে না ক্রোয়েশিয়া-বেলজিয়ামকেও।
ক্রোয়েট কোচ জ্লাতকো দালিচ জানিয়েছেন তার দল ইংল্যান্ডকে ভয় পায়না। হ্যারি কেন-রহিম স্টার্লিংদের আটকে দিয়ে তার দলই ফাইনালে ওঠবে বলে মনে করছেন তিনি।
কিভাবে ইংল্যান্ডকে সামাল দেবে তারা এমন প্রশ্নের জবাবে ক্রোয়েশিয়ার কোচ বলেন, ‘কেন সবচেয়ে বেশি গোল করেছে। তাকে থামানো মুশকিল। তবে আমাদের সেরা কয়েকজন সেন্টার ব্যাক রয়েছে। আমরা মেসি-এরিকসন ক্রিস্টিয়ানকে সামলেছি, হ্যারি কেনকেও পারবো।’
হ্যারি কেন ছাড়াও রহিম স্টার্লিংকেও ভয়ঙ্কর ভাবছেন দালিচ। তিনি বলেন, ‘রহিম দারুণ ফুটবলার। সে খুব দ্রুত দৌড়ায়। কেনের সঙ্গে তার সমন্বয়টা দারুণ।’
ক্রোয়েট কোচ বলেন,‘আমি মনে করি না ইংল্যান্ড সহজ প্রতিপক্ষ। ভালোভাবেই সেমিফাইনালে এসেছে তারা। দলটা তরুণ ও মেধাসম্পন্ন ফুটবলার রয়েছে। তবে আমার দলের ওপর ভরসা রয়েছে আমার।’
বিডি২৪লাইভ/এইচকে
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]
পাঠকের মন্তব্য: