সর্বকালের সেরা ৩ বিজ্ঞানীর কথা

বিজ্ঞানের সুদীর্ঘ ইতিহাসে অনেক দেশের অনেক বিজ্ঞানী রয়েছেন, যারা নিজেদের আবিষ্কার ও তত্ত্ব দিয়ে পৃথিবী ও সভ্যতাকে আলোকিত করেছেন। তাদের মাঝে সেরা তিনজনকে বেছে নিয়া অত্যন্ত কঠিন। তবে অবদান, তাৎপর্য ও গুরুত্বপূর্ণ আবিষ্কার বিবেচনায় নিয়ে বিশ্লেষকরা বাছাই করেছেন ইতিহাসের সেরা তিন বিজ্ঞানীকে। চলুন জানা যাক তাদের আবিষ্কার ও অবদানের কিছু কথা।
১. আইজ্যাক নিউটন: স্যার আইজ্যাক নিউটনকেই সর্বকালের সেরা বিজ্ঞানী হিসেবে বিবেচনা করা হয়। একাধারে তিনি ছিলেন পদার্থবিদ, গণিত বিশারদ, জ্যোতির্বিদ, ধর্মতত্ত্ববিদ এবং উঁচুমানের লেখক। ইংল্যান্ডে বৈজ্ঞানিক বিপ্লবের অগ্রপথিক ছিলেন তিনি। বিজ্ঞানে তাঁর সেরা অবদান হিসেবে দেখা হয়, গতিবিদ্যার তিন সূত্র ও ফাউন্ডেশন অব ক্ল্যাসিক্যাল মেকানিক্সকে। তিনিই মহাবিশ্বের শক্তি হিসেবে মহাকর্ষীয় শক্তির জন্য একটি সূত্র তৈরী করেন। পাশাপাশি নিউটন আবিষ্কার করেছেন, বিখ্যাত বায়োনমিয়াল থিওরোম। ইনফেনিটেস্টিমাল ক্যালকুলাসের জন্যও তাঁর অবদান অনস্বীকার্য। আর নিউটনের প্রিন্সিপিয়াকে বিজ্ঞানের ইতিহাসের সবচেয়ে শক্তিশালী গ্রন্থগুলোর অন্যতম হিসেবে বিবেচনা করা হয়।
২. আলবার্ট আইন্সটাইন: তাত্ত্বিক পদার্থবিদ হিসেবে বিশ্ববিখ্যাত এই জার্মান বিজ্ঞানী। থিওরি অব রিলেটিভিটির জন্য আলবার্ট আইন্সটাই বিজ্ঞানের ইতিহাসের এক অনন্য অবস্থান দখল করেছেন। ইকুয়াভ্যারেন্স অব মেটার ও এনার্জি’র থিওরি দিয়ে তিনি আধুনিক বিজ্ঞানে এক বৈপ্লবিক পরিবর্তনের সূচনা করেন। এছাড়া আপেক্ষিক তত্ত্ব, ফটোইলেকট্রিক ইফেক্ট এবং ব্রাউনিয়ান গতির জন্য তাঁর অবদানকে গুরুত্বপূর্ণ বিবেচনা করা হয়। এছাড়া কসমোলজি ও থার্মোডাইনামিক্স নিয়েও তাৎপর্যপূর্ণ কাজ করেছেন এই মহান বিজ্ঞানী। নোবেল পুরস্কার অর্জনের পাশপাশি তিনি চিরস্মরণীয় হয়ে আছেন তাঁর বিখ্যাত E=mc² সূত্রের জন্য।
৩. নিকোলা তেসলা: সার্বিয়ান-আমেরিকান বিজ্ঞানী ও আবিষ্কারক নিকোলা তেসলা। ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ার, পদার্থবিদ ও মেকানিকাল ইঞ্জিনিয়ার হিসেবেও তিনি বিশ্ববিখ্যাত। তেসলার মূল অবদান বর্তমান অল্টারনেটিভ বৈদ্যুতিক সাপ্লাই সিস্টেম আবিষ্কার। মেকানিক্যাল জেনারেটর, ইলেকট্রিক ডিসচার্জ টিউব এবং এক্স রে ইমেজিং সিস্টেম এর উপর তার এক্সপেরিমেন্টগুলোও অনেক তাৎপর্যপূর্ণ বিষয় হিসেবে গন্য করা হয়। তিনিই ১৮৮৭ সালে, সর্বপ্রথম ওয়্যারলেস কন্ট্রোলড বোর্ড আবিষ্কার করেন। তবে ইন্ডাকশন মোটরই তাঁর শ্রেষ্ট আবিষ্কার বলে স্বীকৃত। পৃথিবীর সর্বকালের সেরা দশ আবিষ্কারের মধ্যে জায়গা করে নিয়েছে তাঁর ইন্ডাকশন মোটর। সূত্র: লিস্টঅ্যামেইজ ডটকম
বিডি২৪লাইভ/এএআই
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: