‘ড. কামাল মৃত, কারণ তিনি বেইমান’

প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০১৮, ০৮:৪৯ পিএম

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘ড. কামাল হোসেন মৃত, কারণ তিনি বেইমান। তার কোনো আদর্শ নেই। মৃত্যু দুই ধরণের হয়। বেইমানরা জীবিত থেকেও মৃত হয়।’

শনিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় ভোলার ভেদুরিয়া বালুর মাঠে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘ভোলায় ইকোনমিক জোন হবে। গ্যাসের উপর ভিত্তি করে ভোলায় শিল্প-কারখানা স্থাপন করা হবে। এখানকার লোকজন এসব কারখানায় কাজ করতে পারবে। এ সরকারের আমলে ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়া হয়েছে। মানুষ এখন আর অন্ধকারে নেই। ভোলায় ঘরে ঘরে গ্যাস সংযোগ দেওয়া হবে।’

&dquote;&dquote;বাণিজ্যমন্ত্রী বলেন, ‘২০০১ সালে মানুষ ভোট দিতে পারেনি। বিএনপি আওয়ামী লীগ কর্মীদের উপর হামলা করেছে। বোরহান উদ্দিনে আওয়ামী লীগ নেতাদের উপর ব্যাপক নির্যাতন করছে।’

ভেদুরিয়া ইউনিয়ন চেয়ারম্যান তাজল ইসলামের সভাপতিত্ব এ সময় উপস্থিত ছিলেন, ভোলা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন (টুলু), ভোলা সদর উপজেলা চেয়ারম্যান মো: মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন (বিপ্লব), জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান অধ্যক্ষ শাফিয়া খাতুনসহ দলীয় নেতাকর্মী প্রমুখ।

বিডি২৪লাইভ/এজে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: