ডিনামাইট কি এবং কাজ করে কিভাবে?

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০১৯, ০৩:৫২ পিএম

ডিনামাইট প্রধানত নাইট্রোগ্লিসারিন ও টি এন টি দিয়ে তৈরি একটি উচ্চক্ষমতা সম্পন্ন রাসায়নিক বিস্ফোরক। একটি ডিনামাইটের ক্ষমতা প্রায় দুই মিলিয়ন জুয়েলের উপরে। ডিনামাইট আবিষ্কার করেন সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেল। ডিনামাইটকে সাধারনত তার দিয়ে দূর থেকে বৈদ্যুতিক সিগন্যালের সাহায্য বিস্ফোরণ ঘটানো হয়।

যেমন কোন পাহাড় পর্বতের বিরাট আকারের পাথরকে ভাঙ্গার জন্য প্রথমে পাথরটিতে ড্রি মেশিন দিয়ে সারিবদ্ধভাবে ছোট ছিদ্রের সৃষ্টি করবে। প্রতিটি ছিদ্রে একেক তার প্রবেশ করিয়ে সবগুলো ডিনামা সংযুক্ত করে বা রিমোট কন্ট্রোলের মাধ্যমে একই সময়ে বিস্ফোরণ ঘটানো হয়।

এছাড়াও যুদ্ধের কাজে শত্রুপক্ষের ভবন, সেতু, রেললাইন উরিয়ে দিতে ডিনামাইট ব্যবহার হয়।

এসময় ডিনামাইট থেকে উচ্চ তাপমাত্রার বিরাট আকারের গ্যাস দ্রুত গতিতে মূহুর্তে বের হয়ে আসে। এ থেকে যে পার্শ্বচাপের সৃষ্টি হয় তাতেই বিরাট আকারের পাথরটি ভেঙ্গে যায়। গঠনে কিছুটা পরিবর্তন এনে ডিনামাইট যুদ্ধে ল্যান্ড মাইন হিসেবেও ব্যবহার হয়। ডিনামাইট সবচেয়ে বেশি ব্যবহৃত হয় পাহাড় ভাঙ্গা, টানেল তৈরি ও খনিতে। কারণ খুব সহজে ও কম খরচে ডিনামাইট দিয়ে এসব কাজ করা যায়।

১৮৬৭ সালে ডিনামাইট আবিষ্কার করেন, সুইডিশ রসায়নবিদ, প্রকৌশলী, উদ্ভাবক এবং অস্ত্র নির্মাতা আলফ্রেড বের্নহার্ড নোবেল।

তিনি বিখ্যাত ইস্পাত নির্মাতা প্রতিষ্ঠান বোফোর্সের মালিকও ছিলেন অনেকদিন, প্রতিষ্ঠানটিকে এক সময় অন্যতম বৃহৎ অস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠানে পরিণত করেন। তার নামে ৩৫০টি ভিন্ন ভিন্ন পেটেন্ট ছিল যার মধ্যে সবচেয়ে বিখ্যাত হচ্ছে ডিনামাইট।

তিনি ডিনামাইট বিক্রি শুরু করেন যা, নোবেল ব্লাস্টিং পাউডার হিসেবে পরিচিত। ডিনামাইট ক্রমেই একটি নিরাপদ গানপাউডার এবং নাইট্রোগ্লিসারিন হিসেবে জনপ্রিয়তা পায়। এদিকে নোবেলের পেটেন্ট কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম হন। লাইসেন্সবিহীনদের এর ব্যবহারের ওপর বিধিনিষেধ আরোপ করেন।

এদিকে এই ডিনামাইট আলফ্রেড নোবেলের জীবনে এক বিরাট সৌভাগ্য এনে দেয়। তিনি প্রচুর অর্থ-বৈভবের অধিকারী হন। নোবেল পুরস্কার প্রতিষ্ঠার পেছনের গল্পটা বেশ মজার। আলফ্রেড নোবেলের অধিকাংশ আবিষ্কারই ছিল আগ্নেয়াস্ত্র। ডিনামাইট বা অন্যান্য আগ্নেয়াস্ত্র যেমন মানুষের কল্যাণের কাজে ব্যবহৃত হয়, তেমনি ব্যবহৃত হয় ধ্বংসাত্মক কাজেও।

বিডি২৪লাইভ/এসএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: