জেনে নিন, শাহরুখ-সালমানদের কার কত উচ্চতা

প্রকাশিত: ১৭ আগষ্ট ২০১৫, ০৯:৫২ পিএম

বলিউড বিখ্যাত নায়ক বা হিরো বলতেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে শাহরুখ খান, আমির খান, সালমান খান অথবা অমিতাভ বচ্চনের নাম। বলিউডের এই নায়কেরা একেরপর এক সিনেমায় অভিনয়ের মাধ্যমে আসমুদ্র হিমাচলকে বিনোদন দিয়েছেন।

সিনেমার পর্দা আর বাস্তব জগতে এই তারকাদের কাউকে কাউকে একেবারেই মেলানো যায় না। কিছু তারকা রয়েছেন যাদের উচ্চতা বেশ অনেকটাই কম। তবুও নায়ক হিসাবে শুধুমাত্র অভিনয় দক্ষতা ও 'এক্স ফ্যাক্টর' তাঁদের এই জায়গায় পৌঁছে দিয়েছে।

কম উচ্চতার নায়কদের মধ্যে যেমন রয়েছেন বলিউডের সেরা তিন খান, তেমনই আরও পরিচিত অভিনেতারা। দেখে নিন আপনার প্রিয় তারকাদের কার কত উচ্চতা....

আমির খান:
বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের উচ্চতা ৫.৫ ফুট।

সালমান খান:
দাবাং খানের উচ্চতা ৫.৭ ফুট।

শাহরুখ খান:
বলিউড বাদশা শাহরুখ খানের উচ্চতা ৫.৬ ফুট।

হৃত্বিক রোশন:
বলিউড সুপারহিরো হৃত্বিক ৫.৯ ফুট লম্বা।

রণবীর কাপুর:
ক্যাটরিনার বয়ফ্রেন্ড রণবীর ৬ ফুট লম্বা।

অজয় দেবগণ:
অজয় 'সিংহম' দেবগণ মাত্র ৫.৭ ফুট লম্বা।

অক্ষয় কুমার:
বলিউড খিলাড়ি অক্ষয়ের উচ্চতা ৫.৯ ফুট।

জন আব্রাহাম:
জন আব্রাহাম ৫.৯ ফুট লম্বা।

সঈফ আলি খান:
নবাব সঈফের উচ্চতা মোটে ৫.৫ ফুট।

রণবীর সিং:
দীপিকার বয়ফ্রেন্ড রণবীর ৫.৮ ফুট লম্বা।

অর্জুন কাপুর:
কাপুর পরিবারের এই তারকা পুত্রের উচ্চতা ৬ ফুট।

শাহিদ কাপুর:
সদ্য বিবাহিত শাহিদের উচ্চতা ৫.৬ ফুট।

ইমরান হাশমি:
'সিরিয়াল কিসার' ইমরান হাশমি মাত্র ৫.৬ ফুট লম্বা।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: