টাইগারের শিবিরে হানা, ৩ উইকেটের পতন (৭৯/৩)

প্রকাশিত: ০৯ নভেম্বর ২০১৫, ০৭:৫১ পিএম

ঢাকা: শুরুটা ভালই ছিল টাইগারদের। তবে ইমরুল কায়েসের সঙ্গে ৩২ রানের উদ্বোধনী জুটি গড়ে তিনাশে পানিয়াঙ্গারার বলে আউট হয়েছেন তামিম ইকবাল। তামিম আউট হবার কিছুক্ষন পরেই ৭ রানে আউট হন লিটন দাস। দলীয় সংগ্রহ তখন ৪৭ রান।

তারপর ক্রিজে আসেন মাহমুদুল্লাহ। তবে বেশিক্ষন টিকতে পারেন নি মাহমুদুল্লাহ। ব্যাক্তিগত ৪ রানে ক্রেমারের বলে আউট হন তিনি। ইমরুল কায়েস ও মুশফিকুর রহিম এখন ক্রিজে রয়েছেন।

এর আগে, দ্বীতিয় একদিনের ম্যাচে টস জিতে ফিল্ডিং এর সীন্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে।

এক নজরে দ্বিতীয় ওয়ানডের একাদশঃ তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন দাস, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসেন, আরাফাত সানি, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: