সায়দাবাদ-মহাখালীতে বাস কাউন্টার খালি!
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর বাসটার্মিনালগুলোতে আগাম টিকেট আজ সোমবার থেকে দেওয়ার কথা থাকলেও শুধুমাত্র গাবতলী বাসটার্মিনালেই অগ্রীম টিকেট বিক্রি হচ্ছে। সায়দাবাদ ও মহাখালীর কাউন্টারগুলো রয়েছে খালি! অগ্রীম কোন টিকেট বিক্রি হচ্ছে না বাসটার্মিনাল দুটিতে।
টার্মিনাল সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা যায়, আরো এক সপ্তাহের আগে অগ্রীম টিকেট বিক্রি করার কথা ভাবছে না তারা!
গত সপ্তাহে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের এক বৈঠকে নেয়া সিদ্ধান্ত অনুযায়ী ঈদে ঘরমুখোদের জন্য অগ্রিম টিকিট বিক্রি শুরুর কথা থাকলেও সেই সিদ্ধান্ত মানছেন না এ দুটি টার্মিনাল।
এর মধ্যে সায়দাবাদ থেকে দক্ষিণাঞ্চল ও মহাখালী থেকে দেশের উত্তরাঞ্চলে বাস চলাচল করে। এর মধ্যে চট্টগ্রাম, সিলেট, বগুড়া, রংপুর রুটে থাকে প্রচণ্ড যাত্রীচাপ। কাউন্টারের এই হাহাকার দৃশ্য কেন জানতে চাইলে মহাখালী বাস টার্মিনালে রংপুরগামী এনা পরিবহণের কাউন্টার প্রধান ব্যবস্থাপক বাচ্চু মৃধা 'বিডি টুয়েন্টিফোর লাইভ'কে বলেন, "এবছর আমাদের বাস মালিক সমিতি থেকে নির্দেশনা রয়েছে একটু দেরি করে অগ্রীম টিকেট ছাড়তে। আরো ৬-৭ দিন পর অগ্রীম টিকিট পাওয়া যাবে।"
এদিকে সায়দাবাদ বাসটার্মিনাল ঘুরেও দেখা যায় একই চিত্র। অলস বসে আছেন কাউন্টার এর কর্মীরা। এখানেও দেওয়া হচ্ছে না অগ্রীম টিকিট। তাদেরও মহাখালীরর মত একই কথা, আগামী সপ্তাহে মিলবে ঈদে ঘরেফেরা মানুষের জন্য এই টার্মিনালে বাসের অগ্রীম টিকিট। হানিফ ও শ্যামলী পরিবহণ কর্তৃপক্ষ এমনটাই জানায় বিডি টুয়েন্টিফোর লাইভ কে।
পরিবহণ সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা যায়, ২৫ রোজার পর থেকে অস্বাভাবিক যাত্রী চাপ সামাল দিতে হতে পারে। তবে আগামী ৩০ জুন ও ৩-৪ ও ৫ জুলাই এর টিকেটের চাহিদা অত্যাধিক। কেননা এরই মধ্যে সরকারি ও বেসরকারি কর্মকর্তারা ঈদের ছুটিপেয়ে যাবেন।
অপরদিকে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল ছাড়াও কল্যাণপুর, টেকনিক্যাল, শ্যামলী, কলেজ গেটসহ বিভিন্ন স্থানের কাউন্টারে টিকিট বিক্রি হয়েছে। সকাল ৮ থেকে রাত ৮টা পর্যন্ত টিকিট বিক্রি চলবে বলেও জানা যায়। এই টার্মিনাল থেকে দেশের উত্তর পশ্চিমাঞ্চলে বাস চলাচল করে। একমধ্যে রয়েছে রাজশাহী, খুলনা, পঞ্চগড়, যশোর, রুটে।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]
পাঠকের মন্তব্য: