চট্টগ্রামে দেড় কোটি টাকার পোশাক জব্দ

প্রকাশিত: ২৫ মে ২০১৮, ০৮:০৮ পিএম

বন্দর নগরী চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন রহমতগঞ্জের দেওয়ানজী পুকুর পাড়ের ‘অর্ণব’ নামের একটি দোকান থেকে ভারতীয় শাড়ি, লেহেঙ্গা, থ্রি পিছ, শাল জব্দ করা হয়েছে।

শুক্রবার (২৫ মে) সকালে এ অভিযান চালানো হয়। র‌্যাব, শুল্ক ও গোয়েন্দা এবং কোস্ট গার্ডের যৌথ টিম অভিযান পরিচালনা করে এসব কাপড় উদ্ধার করে। শুল্ক ফাঁকি দিয়ে এসব পণ্য সামগ্রী আনা হয়েছে বলে জানান র‌্যাব।

&dquote;&dquote;এ ব্যাপারে জানতে র‌্যাবের এএসপি কাজী মোহাম্মদ তারেক আজিজ বিডি টুয়েন্টিফোর লাইভকে বলেন, গোপন সংবাদ পেয়ে আমরা অর্ণবের গোডাউনে অভিযান পরিচালনা করে ভারতীয় শাড়ি, লেহেঙ্গা, শাল ও থ্রি পিছ জব্দ করি। জব্দকৃত কাপড়ের দাম প্রায় দেড় কোটি টাকা। জব্দ করা মালামাল কাস্টমসে প্রদান করা হয়েছে। এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।

এই অভিযানে শুল্ক ও গোয়েন্দা বিভাগ থেকে অভিযানে অংশ নেন লে. কর্নেল এম সাইফুল ইসলাম, রাজস্ব কর্মকর্তা মোর্শেদ আলী চৌধুরী।

বিডি২৪লাইভ/এইচকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: