আইএসআইএলের বেশিরভাগ যুদ্ধাস্ত্র ধ্বংস হয়েছে: রাশিয়া

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০১৫, ০৬:৩৮ এএম

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার বিমান হামলায় উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের বেশিরভাগ যুদ্ধাস্ত্র, ভারী সাঁজোয়া যান ও সামগ্রী ধ্বংস হয়েছে। এ কথা জানিয়েছেন রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেঙ্কভ। খবর- রেডিও তেহরান।

তিনি মঙ্গলবার মস্কোয় বলেছেন, গত ২৪ ঘন্টায় সিরিয়ায় দায়েশের ৮৬টি অবস্থানে ৮৮ দফা বিমান হামলা চালানো হয়। গত ৩০ সেপ্টেম্বর সিরিয়ায় রুশ বিমান হামলা শুরু হওয়ার পর একদিনে এত বেশি হামলা আর চালায়নি মস্কো।

কোনাশেঙ্কভ বলেন, সিরিয়ার রাকা, হামা, ইদলিব, লাতাকিয়া ও আলেপ্পো প্রদেশে তাকফিরি সন্ত্রাসীদের অবস্থানগুলোতে এসব হামলা চালানো হয়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: