কারওয়ান বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড

প্রকাশিত: ০২ মে ২০১৬, ০২:২৪ এএম

ঢাকা: রাজধানীর কারওয়ান বাজারের জনতা টাওয়ারের পেছনে একটি মার্কেটে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট কাজ করছে।

রোববার রাত আটটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।আগুন পাশ্ববর্তী দোকানগুলোতেও ছড়িয়ে পড়ছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এনায়েত উল্লাহ। এই আগুন জনতা টাওয়ারেও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন অনেকেই।

ব্যবসায়ীদের কয়েকজন জানিয়েছেন, এখানে সর্বমোট ৩৯৬টি দোকান রয়েছে। আগুনে ব্যবসায়ীদের নানারকম মালামালের ব্যপক ক্ষয়ক্ষতি হচ্ছে।

এক ব্যবসায়ী বলেন, ‘চোখের সামনেই আগুন লাগছে। আমরা জীবনডা লইয়া কোনো রকম বাইর হইছি। কিছুই করতে পারলাম না। একেবারে পথে বইসা গেলাম।’ এসময় আসেপাশে অনেক ব্যবসায়ীকে কান্নাকাটি ও বিলাপ করতে দেখা গেছে।

আগুনের সূত্রপাত নিয়ে একেক জন একেক ধরণের কথা বলছেন। তাবে প্রত্যক্ষদর্শীদের ধারণা, হোটেলে রান্নার কাজে ব্যবহৃত গ্যাসের লাইন থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে।

ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, ভেতরের দিকে সবগুলো দোকানই পুড়ে গেছে। এখনো আগুনের তীব্রতা রয়েছে। ক্ষতির পরিমাণ ২০ কোটি ছাড়াবে বলে অনুমান করা হচ্ছে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকর্মী ছুটে এলেও সঙ্কট দেখা দেয় পানির। ফলে এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

ঘটনাস্থলে ভিড় জমিয়েছেন হাজার হাজার মানুষ। সেজন্য নিয়ন্ত্রণ কাজে বেশ বেগও পেতে দমকল কর্মীদের।

এদিকে, রাত ৯টার দিকে একটি ট্রান্সমিটার বাস্ট হলে আশপাশের দোকানেও আগুন ছড়িয়ে পড়ে। অনেকেই অভিযোগ করেন, আগুন লাগার প্রায় আধাঘণ্টা পর ফায়ার সার্ভিসের ইউনিট আসে। এতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: