ওয়েব সিরিজে চিত্রনায়িকা তানহা

প্রকাশিত: ২০ আগষ্ট ২০১৯, ০৬:১১ পিএম
নাটক, সিনেমার পাশাপাশি শোবিজ তারকারা এখন ওয়েব সিরিজে ডুবেছেন। সেই ধারাবাহিকতায় নতুন একটি ওয়েব সিরিজে অভিনয় করছেন চিত্রনায়িকা তানহা তাসনিয়া। চলতি বছরের শুরুতে ‘পার্টনার’ নামের একটি ওয়েব সিরিজে অভিনয় করেছিলেন তানহা। এরপর দ্বিতীয়বারের মত শুরু করেছেন নতুন আরেকটি ওয়েব সিরিজের কাজ। ১৫ পর্বের এই ‘আলো ছায়ার কাব্য’ নামের ওয়েব সিরিজটি পরিচালনা করছেন সানজিদ খান প্রিন্স। সম্প্রতি এর শুটিং শুরু হয়েছে। এখানে তানহার বিপরীতে দেখা যাবে আনিসুর রহমান মিলনকে। তানহা বলেন, ‘সিনেমার অন্তরালের ঘটা নানা ঘটনাকে কেন্দ্র করে ‘আলো ছায়ার কাব্য’ নির্মিত হচ্ছে। এর গল্পে উঠে আসবে ক্যামেরার পেছনে নায়ক-নায়িকার প্রেমসহ শুটিং ইউনিটের কর্মকাণ্ড। মিলন ভাই ও আমি দু’জনই সিনেমার মানুষ, তাই আমরা কাজটা খুব উপভোগ করছি।’ মিলন ও তানহা ছাড়াও ওয়েব সিরিজটিতে আরও অভিনয় করছেন আফ্রি সেলিনা, অ্যানি খান, আরফান আহমেদ, সাজু খাদেম, কাজী উজ্জ্বল, প্রাণ রায়, ইমু সিকদার, প্রিয়া আমান, বড়দা মিঠু, লুৎফর রহমান জর্জসহ অনেকে। খুব শিগগিরই ‘আলো ছায়ার কাব্য’ ওয়েব সিরিজটি ইউটিউবে প্রকাশ পাবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: