রক্ষকই যখন ভক্ষক!

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০১৯, ০৬:৪০ এএম
যিনি রক্ষক তিনিই সাজিয়ে ছিলেন চুরির নাটক। এই নাটক সাজিয়ে ৬ লাখ টাকা আত্নসাতের পরিকল্পনা করেছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত সফল হতে পারলেন না। ধরা তাকে পড়তেই হলো। গত ৩ অক্টোবর মানিকগঞ্জের সাটুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি হওয়ার ঘটনায় নাটক সাজিয়ে ছিলেন কোষাধ্যক্ষ মো. লুৎফর রহমান। প্রায় ৬ লাখ টাকা চুরি হওয়ার ঘোষণা দিলেও ১ সপ্তাহের ব্যবধানে ওই টাকা তার বাড়িতে ছিল বলে পুলিশকে জানায়। এ ঘটনায় পুলিশ তাকে শনিবার (১২ অক্টোবর) দিনভর জিজ্ঞাসাবাদ করে এ তথ্য পায়। তবে আইনি জটিলতায় তাকে গ্রেফতার করেনি পুলিশ। অতগুলো টাকা থাকার কথা প্রকাশ্যে কেউ জানত না বলে জানান লুৎফর রহমান। তাছাড়া জানালার কাঁচ অক্ষত, গ্রিল ভাঙ্গা দেখে প্রত্যক্ষদর্শীদের সন্দেহের তীর ছিল কোষাধ্যক্ষসহ নৈশপ্রহরীর দিকে। এ ব্যাপারে মো. লুৎফর রহমান জানান, আমি ভুলে টাকাগুলো বাড়ি নিয়ে রেখেছিলাম। এ কথা আমার আর মনে ছিল না। তাই যেহেতু ক্যাশিয়ার আমি সেহেতু চুরির ঘটনা আমার ওপর বর্তায়। তবে আমি চুরি করিনি। এদিকে সাটুরিয়া থানার ওসি মো. মতিয়ার রহমান মিঞা বলেন, হাসপাতালের ক্যাশিয়ার মো. লুৎফর রহমান কর্মকর্তা ও কর্মচারীদের বেতনের টাকা সরিয়ে চুরির নাটক সাজায়। আইননি জটিলতায় তাকে গ্রেফতার করা হয়নি। তবে বিষয়টি তদন্ত করে দুদক ব্যবস্থা নেবে বলে তিনি জানান।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: