রবিউল হোসেন রবি, চট্টগ্রাম থেকে: চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও মহানগর যুবলীগ নেতা নুরুল আজিম রনি বলেছেন, ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে সামনে রেখে দেশে নতুন করে সাম্প্রদায়িক শক্তির উত্থান হয়েছে। সুনামগঞ্জের সাম্প্রদায়িক হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। শনিবার (২০ মার্চ) বিকেল ৪টায় নগরের কালামিয়া বাজার এলাকায় সুনামগঞ্জে সংখ্যালঘুদের বাড়িতে হামলার প্রতিবাদে বাকলিয়া থানা ছাত্রলীগের আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
নুরুল আজিম রনি বলেন, ‘মুজিব ভাস্কর্য নিয়ে যারা রাস্তা গরম করেছিল, যারা ভাস্কর্যকে বুড়িগঙ্গায় ফেলে দেওয়ার ঘোষনা দিয়েছিল তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হলেও গ্রেফতার করা হয়নি। কিন্তু মামুনুল হকের বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কারণে সুনামগঞ্জের এক হিন্দু যুবককে আটক করা হয়েছে।’
মানববন্ধনে নুরুল আজিম রনি বলেন, ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে সামনে রেখে দেশে নতুন করে সাম্প্রদায়িক শক্তির উত্থান হয়েছে। সুনামগঞ্জের সাম্প্রদায়িক হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়।’
বাকলিয়া থানা ছাত্রলীগ নেতা ঈসমাইল উদ্দিন রুবেলের সভাপতিত্বে ও ১৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি মিসবাহ উদ্দিন বাপ্পীর সঞ্চালনায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সাম্প্রদায়িক শক্তিকে দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়ে ছাত্রলীগ নেতারা বলেন, ‘উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীকে এভাবে প্রশ্রয় দেওয়ার কারণে সুনামগঞ্জে হামলা হয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই স্বাধীনতার সুবর্ণজয়ন্ত্রীকে সামনে রেখে কোনো বিশৃংঙ্খলা তৈরি করা হলে তার দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। ’
মানববন্ধনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি ফারুক ইসলাম, নগর যুবলীগ নেতা এসএম মবিনুল হক মনিরাজ, নগর যুবলীগ নেতা আব্দুল্লাহ তানিম চৌধুরী, জয় শংকর সরকার, ১৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক এনামুল হক মানিক, সহ-সভাপতি ওয়াহেদ মিজান প্রমুখ।
পাঠকের মন্তব্য: